মধ্যরাতে টেরিবাজারে আগুনে পুড়ে ছাই ৪ দোকান

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন টেরিবাজারের জুতার গলিতে মধ্যরাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২১ জুন) দিবাগত রাত সোয়া ৩টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

- Advertisement -

এতে মা ক্লথ স্টোরের গোডাউন, ইফতি ফ্যাশন, রিয়াদ শপ ও আলভি বোরকা হাউজ পুড়ে ছাই হয়ে গেছে।

- Advertisement -google news follower

স্থানীয়রা জানান, মধ্যরাতে বাজারের একটি দোকানে হঠাৎ আগুন লেগে মুহুর্তে তা চারপাশে ছড়িয়ে পড়ে। স্থানঅয়রা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চন্দনপুরা ও নন্দনকান স্টেশন থেকে চারটি গাড়ি দিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছান দ,কলকর্মীরা।

- Advertisement -islamibank

স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তার আগেই বাজারের চারটি দোকানের প্রায় সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

এতে প্রায় ৪০ লক্ষাধিক টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দাবি ক্ষতিগ্রস্থদের।

তবে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ