বাসার গ্রিল কেটে ল্যাপটপ, ফোন ও নগদ টাকা চুরি করে এরা!

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীতে ফাঁকা বাসাবাড়ি আগে থেকেই নজরে রাখতো চক্রটি। পরে সময়-সুযোগ বুঝে গ্রিল কেটে এবং তালা ভেঙে বাসায় ঢুকে ল্যাপটপ, মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করতো।

- Advertisement -

তেমনি একটি চুরির ঘটনা ঘটেছে নগরীর আগ্রাবাদ সিডিএ ৫ নম্বর রোডের একটি ভবনের চতুর্থ তলা বেলাল উদ্দীনের বাসায়।

- Advertisement -google news follower

তিনি জানান, গত ১২ জুন চুরির ঘটনাটি ঘটে। চোরের দল তার বারান্দার গ্রিল কেটে একটি ল্যাপটপ (ম্যাকবুক প্রো), একটি স্যামসাং মোবাইল ফোন ও নগদ ২২ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

তবে শেষ রক্ষা হয়নি চোর চক্রের। নগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে চক্রটির মূল হোতাসহ ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। উদ্ধার করা হয়েছে চুরি হওয়া মোবাইল ফোন ও ম্যাকবুক প্রো ল্যাপটপটিও।

- Advertisement -islamibank

গ্রেপ্তারকৃতরা হলেন আব্দুল আলীম প্রকাশ শাকিল (২৯), মো. ইয়াছিন আরাফাত শাকিল (২৫) ও আজিজুল হাকিম মাসুম।

গোয়েন্দা পুলিশ জানায়, আগ্রাবাদ সিডিএ ৫ নম্বর রোডের একটি ভবনে পরপর দুটি চুরির ঘটনার তথ্য পেয়ে ঘটনাস্থল পরিদর্শণে যায় গোয়েন্দা পুলিশের টিম।

পরে এ ঘটনার রহস্য উদঘাটনের জন্য অভিযানে নামে। গতকাল শনিবার দিবাগত রাতে চোরচক্রের একজনের অবস্থান নিশ্চিত করে হালিশহর থানাধীন বইল্লা কলোনির একটি ঘরে অভিযান শুরু করে।

অভিযানে চোরচক্রের মূল হোতা আব্দুল আলীম প্রকাশ শাকিলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এরপর তার দেওয়া তথ্যমতে হালিশহর থানাধীন বড়পুল এলাকা থেকে ইয়াছিন আরাফাত শাকিল ও আজিজুল হাকিম মাসুমকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা গেছে, ল্যাপটপটি আব্দুল আলিম প্রকাশ শাকিল ও ইয়াছিন আরাফাত শাকিল আজিজুল হাকিমের কাছে বিক্রি করেছিল। পরে আজিজুল হাকিমের ইনসাফ এন্টারপ্রাইজ থেকে চুরি হওয়া ম্যাকবুক প্রো ল্যাপটপটি উদ্ধার করা হয়।

আজ রবিবার (২২ জুন) দুপুরে এসব তথ্য নিশ্চিত করে সিএমপি জনসংযোগ শাখার উপ-পরিদর্শক মো. ইমরান জানান, চোরাই অন্য মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ