চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা বাজার এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশী রাইফেল, ২টি ম্যাগাজিন ও ৬টি তাজা কার্তুজসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
শনিবার (২১ জুন) রাত সাড়ে ৯টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন উপজেলার কাজীপাড়া সুলতানপুর এলাকার মৃত আবুল মনসুরের ছেলে মো. শাখাওয়াত হোসেন (৩০) ও নোয়াজিশপুর এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে মো. নাইম উদ্দিন (২৪)।
আজ রবিবার সকালে র্যাব ৭ থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।
এতে বলা হয়, গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র এবং গুলি তারা ডাকাতি,ছিনতাই ও চাদাঁবাজির কাজে ব্যবহার করতেন।
গ্রেপ্তার দুজনকে জব্দকৃত আগ্নেয়াস্ত্রসহ রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে জানায় র্যাব।
জেএন/পিআর