মিরসরাইয়ে খাদে পড়া তেলবাহী গাড়ির নিচ থেকে হাবিবের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যাওয়া তেলবাহী গাড়ির নিচেই পাওয়া গেছে নিখোঁজ রোলার চালক হাবিব উল্লাহ (৬০)র মরদেহ।

- Advertisement -

গতকাল রবিবার (২২ জুন) রাত ১২টার দিকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

- Advertisement -google news follower

নিহত রোলার চালক হাবিব উল্লাহ উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাজাড় নতুন বাজার এলাকার বাসিন্দা।

এর আগে রবিবার বিকেলে মহাসড়কের ঢাকামুখী লেনে তেলবাহী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা চলন্ত রোলারের পেছনে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এসময় গাড়িটির ইঞ্জিন কেবিনে আগুন ধরে যায়।

- Advertisement -islamibank

খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং গাড়ির ভেতর থেকে অজ্ঞান অবস্থায় তেলবাহী গাড়ির হেলপারকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এসময় গাড়িচালক পালিয়ে যান। তখন থেকে রোলারচালক নিখোঁজ ছিলেন। একই দিন রাত ১২টার দিকে খাদে পড়া তেলবাহী গাড়ির নিচ থেকেই তার মরদেহটি পাওয়া যায়।

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার এএসআই কামাল উদ্দিন বলেন, ক্রেন না পাওয়ায় প্রায় ১০ ঘণ্টা পর রাত ১২ টায় দুর্ঘটনা কবলিত তেলের গাড়ির উদ্ধার করা হয়েছে।

এসময় নিচ থেকে রোলার চালক হাবিব উল্লাহর মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে আনা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ