জরিমানা গুনল ৪ মোটরযান

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযান, সাজা পেল ৩ দালাল

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরের নতুন পাড়া এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বিভাগীয় কার্যালয়ে অভিযান চালিয়ে ৩ দালালকে হাতেনাতে আটক করা হয়েছে।

- Advertisement -

গতকাল বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।

- Advertisement -google news follower

দন্ডিতরা হলেন চট্টগ্রামের রাউজান উপজেলার মৃত ননী গোপাল দাসের ছেলে বাপ্পি দাস (৩৫), কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার মৃত আব্দুল জলিলের ছেলে মো. তাহের (৪০) এবং নরসিংদীর রায়পুরা উপজেলার মৃত আলী আজগরের ছেলে মো. সাইফুল্লাহ্ (৪২)।

বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ বলেন, বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়ে ৩ দালালকে হাতেনাতে আটক করেছি আমরা।

- Advertisement -islamibank

এর মধ্যে বাপ্পি দাস ও তাহের ৭ দিন এবং সাইফুল্লাহ্‌কে ৩ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

একইসাথে বিভিন্ন অপরাধে ৪টি মোটরযানকে বিভিন্ন মামলায় সর্বমোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ