চট্টগ্রামে বস্তা ভর্তি চোলাইমদ নিয়ে সিএনজি চালক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজিচালিত অটোরিকশায় মদ পরিবহনের সময় প্লাস্টিকের বস্তা ভর্তি দেড়শ লিটার চোলাই মদসহ চালককে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -

বুধবার (২৫ জুন) দিবাগত রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কঞ্জুরী গ্রামের বাদুরতল এলাকা থেকে মদের বস্তাসহ তাকে গ্রেপ্তার করে বোয়ালখালী থানা পুলিশ। মদ পরিবহনে ব্যবহৃত অটোরিকশায় (চট্টগ্রাম-থ-১৫-১০৫৫)টিও জব্দ করা হয়।

- Advertisement -google news follower

গ্রেপ্তার অটো চালকের নাম মিজানুর রহমান (২৭)। সে একই উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জৈষ্ঠ্যপুরা গুচ্ছগ্রামের নুরা সওদাগর বাড়ির মোহাম্মদ আলীর ছেলে।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে বৃহস্পতিবার (২৬ জুন) সকালে আদালতে পাঠানো হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ