বিচ্ছেদের পর এবার পরকীয়ার গুঞ্জন গায়িকার

বিনোদন ডেস্ক :

জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা ৬ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। স্বামী গোলাম মো. ইফতেখার গহীন-এর সঙ্গে গত ১৬ জুন আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছে বলে নিজেই জানিয়েছেন গায়িকা।

- Advertisement -

বিয়ের আগে দীর্ঘ সাত বছর প্রেমের পর ২০১৯ সালের ২১ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই জুটি।

- Advertisement -google news follower

বহু অনুষ্ঠান, পারিবারিক ছবি এবং সাক্ষাৎকারে তারা সুখী দম্পতি হিসেবেই পরিচিত ছিলেন। হঠাৎ এই বিচ্ছেদের খবরে ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এদিকে বিচ্ছেদের পর থেকেই কনার পরকীয়ার গুঞ্জন ছড়িয়েছে। শোনা যাচ্ছে, এক গিটারিস্টের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এই শিল্পী। যে কারণেই তাদের সংসারে ভাঙন।

- Advertisement -islamibank

যদিও এ বিষয়ে কনা বা সেই শিল্পীর কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে গানের ভুবনে তাদের প্রেম ‘ওপেন সিক্রেট’ বলেই মন্তব্য করেছেন অনেকে। বিষয়টি সংগীতাঙ্গনের প্রায় সবাই জানেন।

অন্যদিকে কনার সাবেক স্বামী ইফতেখার গহীন এই বিচ্ছেদে এখনও মানসিকভাবে প্রস্তুত নন বলেই জানা যাচ্ছে।

বিচ্ছেদের খবর ছড়ানোর পর এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আমরা এখনো আলাদা হইনি।’ যদিও কিছু সময় পর তিনি সেই পোস্ট মুছে ফেলেন।

কনার আবেগঘন বার্তা
নিজের সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের বিষয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দেন কনা। তিনি লেখেন: ‘আমি আপনাদের ভালোবাসার কনা। জন্ম, মৃত্যু, বিয়ে – সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনি যেকোনো বিচ্ছেদও হয় তারই ইশারায়।

দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন গত ১৬ জুন ২০২৫ তারিখে আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি।

এটি আমাদের দুজনের জন্যই একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল, এবং আমরা উভয়ই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই এই পথে হেঁটেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা একে অপরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকব। জীবনের এই নতুন অধ্যায়ে আমরা দুজনেই যেন শান্তিতে এবং সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি, তার জন্য আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।’

কনা তার ভক্তদের কাছে অনুরোধ করেছেন যেন সবাই তার এই সিদ্ধান্তকে সম্মান করে এবং আগের মতোই গান ও শিল্পচর্চায় তাকে ভালোবাসা ও উৎসাহ দিয়ে পাশে থাকেন।

প্রসঙ্গত, ২০০০ সালের শুরু থেকে নিয়মিত গান করে যাচ্ছেন কনা। অসংখ্য মিষ্টি গান দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করেছেন তিনি।

কনার গাওয়া সবশেষ আলোচিত গান ‘দুষ্টু কোকিল’। শাকিব খানের সিনেমায় এই গানের মধ্যে দিয়ে ভক্তমহলে দারুণ সাড়া ফেলেন তিনি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ