রাউজানে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জানালীহাট এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় সুপর্ণা চৌধুরী (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

- Advertisement -

রবিবার (২৯ জুন) সকাল সাড়ে ৬টার সময় পূজার ফুল আনতে বের হয়ে সড়ক পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

নিহত সুপর্ণা চৌধুরী রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জগৎ মোল্লাপাড়ার সুভাষ চৌধুরীর স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জননী।

জানা যায়, সকালে বাড়ি থেকে পূজার জন্য ফুল তুলতে গিয়েছিলেন সুপর্ণা চৌধুরী। ফুল তুলে বাড়ি ফেরার পথে সড়ক পার হওয়ার সময় জানালীহাট এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন।

- Advertisement -islamibank

স্থানীয়রা উদ্ধার করে গহিরা জেকে মেমোরিয়াল হসপিটালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাউজান হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ উল্লাহ বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনাটি আমাদের কেউ জানায়নি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ