চট্টগ্রামে সাবেক ভ্যাট কর্মকর্তার বাড়ি ক্রোকের আদেশ

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরের কাতালগঞ্জে সাবেক আবগারী ও ভ্যাটের সহকারি কমিশনার নাসির উদ্দিন ও তার স্ত্রী তাসমিন জাহান চৌধুরীর মালিকানাধীন পাঁচতলা বাড়ি ক্রোক করার আদেশ দিয়েছেন আদালত।

- Advertisement -

একই সঙ্গে চট্টগ্রাম আদালতের নাজিরকে ওই বাড়ির রিসিভার নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

- Advertisement -google news follower

গতকাল রবিবার চট্টগ্রাম সিনিয়র স্পেশাল জজ হাসানুল ইসলামের আদালত এ আদেশ দিলেও সোমবার বিষয়টি জানাজানি হয়।

দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এর উপ-পরিচালক সুবেল আহমেদ বলেন, আসামি নাসির উদ্দিন দম্পতির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের একটি মামলা তদন্তাধীন রয়েছে।

- Advertisement -islamibank

তদন্তে তাদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করা পাঁচতলা বাড়ি ক্রোক করতে আদালতে আবেদন করা হয়।

দুদকের আবেদন গ্রহণ করে আদালত বাড়িটি ক্রোক করে রিসিভার নিয়োগের নির্দেশ দিয়েছেন। এখন তারা আর এসব সম্পদ অন্যত্র বিক্রি করতে পারবেন না।

আসামি মোহাম্মদ নাসির উদ্দিন সাবেক ভ্যাট কর্মকর্তা (সর্বশেষ মৌলভীবাজারের আবগারী ও ভ্যাট বিভাগে সহকারী কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা পদে ছিলেন) মোহাম্মদ নাসির উদ্দিনের স্ত্রী তাসমিন জাহান চৌধুরীর নামে চট্টগ্রাম নগরের পাঁচলাইশের কাতালগঞ্জ আবাসিকে একটি জমি রয়েছে, যা ১৯৯৪ সালে তিনি অর্জন করেন।

এ জমিতে একটি ৫ তলা ভবন তৈরি করা হয়েছে। ২০০৩ থেকে ২০১১ সালের মধ্যে এ ভবনটি তৈরি হয়। জমিসহ এ ভবনের বাজারমূল্য ১ কোটি ৩৬ লাখ ১৪ হাজার ৮৫৪ টাকা।

দুদক সূত্র জানায়, সাবেক ভ্যাট কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিনের স্ত্রী তাসমিন জাহান চৌধুরীর বিরুদ্ধে ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–১–এ একটি মামলা দায়ের হয়।

মামলার এজাহারে বলা হয়, দুদকের দাখিলকৃত সম্পদ বিবরণীতে তাসমিন জাহান চৌধুরী ২৮ লাখ ৩৪ হাজার ৪৪৯ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন।

এছাড়া তিনি জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৩৬ লাখ ১৭ হাজার ৭১৭ টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ