বিপিএলে অংশ নিতে আবেদন করেছে নোয়াখালী

খেলাধুলা ডেস্ক :

বৃহত্তর নোয়াখালী অঞ্চলের ক্রিকেটপ্রেমীরা বিপিএলে তাদের প্রতিনিধিত্ব চেয়ে সামাজিক মাধ্যমে বরাবরই সরব ছিলেন। অবশেষে তাদের অপেক্ষা ফুরাতে যাচ্ছে।

- Advertisement -

বিপিএলে ‘নোয়াখালী রয়্যালস’ নামে দল নিতে আবেদন করেছে নতুন একটি ফ্র্যাঞ্চাইজি। যেটির মালিকানায় আছেন শায়ান’স গ্লোবাল নামের একটি প্রতিষ্ঠান।

- Advertisement -google news follower

সোমবার দুপুরে মিরপুরে এসে আবেদন করে গেছেন মালিকপক্ষ। মালিকপক্ষের বিশ্বাস সব কিছু ঠিক থাকলে আসন্ন আসরে অংশ নেবেন তারা।

সোমবার মিরপুরে লন্ডনপ্রবাসী ব্যবসায়ী আহমেদ জামিল সাংবাদিকদের বলেছেন, ‘আমরা আমাদের দিক থেকে পুরোপুরি প্রস্তুত, যে ডকুমেন্টেশনগুলো লাগে (বিসিবিকে দেওয়ার জন্য), এগুলো আমাদের জানা আছে, আমরা তৈরি করে রেখে দিয়েছি।

- Advertisement -islamibank

আশা করি, আমাদের প্রস্তাবটা তারা ইতিবাচকভাবে দেখবেন এবং নোয়াখালীর মানুষের প্রত্যাশা পূরণ করবে।’

বিসিবিতে সোমবার বোর্ড সভা চলছে। সভায় হয়তো সিদ্ধান্ত হবে এই ব্যাপারে। বিষয়টি নিয়ে আহমেদ জামিল বলেছেন, ‘একটা বোর্ড মিটিং আছে।

সেই বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত আসবে নতুন ফ্র্যাঞ্চাইজি নেবে কিনা এবং নিলেও কী কী ডকুমেন্ট লাগবে ওনারা আমাদের জানাবেন।’

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ