বোয়ালখালীতে ৩ চিকিৎসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড,একটি সিলগালা

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পৌর সদরের বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

- Advertisement -

এসময় নানা অসঙ্গতি পাওয়ায় ৩টি চিকিৎসালয়কে মোট ৩৫ হাজার টাকা জরিমানা এবং একটি প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়েছে।

- Advertisement -google news follower

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে পৌর সদরে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

তিনি জানান, বিএমডিসি নম্বর বহির্ভূত ডাক্তার বসিয়ে অবৈধভাবে দাঁতের চিকিৎসা দিয়ে যাচ্ছিল ম্যাক্স ডেন্টাল কেয়ার নামক প্রতিষ্ঠানটি। এই ধরণের ডাক্তারের চিকিৎসা গ্রহণ করলে রোগী স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন। তাই ম্যাক্স ডেন্টাল কেয়ার প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে।

- Advertisement -islamibank

তাছাড়া দায়িত্বে অবহেলাসহ নানা অসঙ্গতি পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় এবং মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ ধারায় বনি হাসান চক্ষু চিকিৎসালয়ের মাহাদী ওয়াসিকে ২০ হাজার টাকা, এভারগ্রীন ডায়াগনস্টিক সেন্টারের আরমান হোসেনকে ৫ হাজার টাকা এবং দিদার হাড় ভাঙা চিকিৎসালয়ের দিদার ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ