চট্টগ্রামের বাঁশখালীতে বিশেষ অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ৪ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গত ৬ জুলাই রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। ব।
পুলিশ জানায়, চট্টগ্রাম শহর থেকে ধর্ষণ মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ও পরওয়ানাভূক্ত আসামি মাহমুদুর রহমান ওরফে মাহদু মাঝি (৫৬)কে গ্রেপ্তার করা হয়। মাহদু মাঝি উপজেলার পশ্চিম পুইছড়ি এলাকার বাসিন্দা।
পাঁচ মাসের সাজাপ্রাপ্ত আসামি মো. আতাউল করিমকে উপজেলার জলদী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আতাউল বাঁশখালী পৌরসভার উত্তর জলদী, ভাদালিয়া এলাকার বাসিন্দা।
২০২৪ সালের ৪ জুলাই চাম্বল এলাকায় সংঘটিত নাশকতার মামলার অন্যতম আসামি মো. জামাল উদ্দিন প্রকাশ জামাল মেম্বার (৩৬)কে বৈলছড়ি এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। জামাল উদ্দিন উপজেলা তাঁতী লীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।
তাছাড়া মাদক ব্যবসায়ী মো. শফিক আহমদ (৫২)কে ৩০ লিটার চোলাইমদসহ উপজেলার কোকদন্ডী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে জানায় পুলিশ।
এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করে যাচ্ছে টিম বাঁশখালী।
এই অভিযানের অংশ হিসেবে থানার এসআই বিভাস কুমার সাহা, রুবেল চন্দ্র সিংহ এবং এএসআই আনোয়ার হোসেন, লুৎফর রহমান, আকবর মিয়া সিকদার ও আমিনুল হককে সাথে নিয়ে রবিবার মধ্যরাত পর্যন্ত বিশেষ অভিযান চালায় সেকেন্ড অফিসার মো. আরিফ হোসেন।
অভিযানে ধর্ষণ মামলার আসামীসহ চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদেরকে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে জানালেন ওসি।
জেএন/পিআর