জুলাই অভ্যুত্থানে পুলিশের গুলিবর্ষণ-হত্যা

৭৬১টি মামলায় আসামি ১১৬৮,গ্রেপ্তার ৪২

অনলাইন ডেস্ক

জুলাই অভ্যুত্থানে পুলিশের গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় এ পর্যন্ত সারা দেশে ৭৬১টি মামলায় এক হাজার একশ ৬৮ জন পুলিশ সদস্যকে আসামির তালিকায় রাখা হয়েছে।

- Advertisement -

এর মধ্যে এ পর্যন্ত বাহিনীর মাত্র ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ১১ মাসে একটি মামলারও তদন্ত শেষ হয়নি।স্পর্শকাতর মামলা হওয়ায় তদন্তে সময় বেশি লাগছে বলে দাবি পুলিশের।

- Advertisement -google news follower

বিশেষজ্ঞরা বলছেন, পুলিশের বিরুদ্ধে মামলা তদন্তে রাষ্ট্রের সব স্টেকহোল্ডার নিয়ে আলাদা কমিটি করা উচিত।

জুলাই অভ্যুত্থানে পুলিশসহ বিভিন্ন বাহিনীর গুলিতে সারা দেশে নিহত হন হাজারের বেশি আন্দোলনকারী। এসব ঘটনায় এ পর্যন্ত ৭৬১টি মামলা হয়েছে।

- Advertisement -islamibank

গুলি চালানো এবং গুলির নির্দেশ দেওয়ার অভিযোগে এসব মামলায় আসামি করা হয়েছে ১ হাজার ১৬৮ জন পুলিশ সদস্যকে।

জুলাই হত্যাকাণ্ড ও গুলির মামলার আসামিদের মধ্যে রয়েছেন, ৭ জন সাবেক আইজিপি, ৪১ অতিরিক্ত আইজিপি, ১২ সাবেক ডিআইজি, ১১ জন বর্তমান ডিআইজি, ৪৯ জন অতিরিক্ত ডিআইজি, ৬৬ পুলিশ সুপার এবং বিভিন্ন পদের আরও ৯৮২ জন পুলিশ সদস্য।

এর মধ্যে সাবেক আইজিপি আবদুল্লাহ আল-মামুন, এ কে এম শহীদুল হক, সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম, এডিশনাল এসপি আব্দুল্লাহিল কাফীসহ এ পর্যন্ত ৪২ পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, প্রায় ১১ মাস পরেও কোনো মামলার তদন্ত শেষ হয়নি। তবে পুলিশ সদর দপ্তরের দাবি, স্পর্শকাতর এসব মামলায় পুলিশের সদস্যরা আসামি থাকায় তদন্ত নির্ভুল করতেই সময় নেওয়া হচ্ছে। জুলাই অভ্যুত্থানের সব মামলাতেই নির্ভুল তদন্ত নিশ্চিতে কাজ করছে পুলিশ।

বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর বলেন, ‘মামলাগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত মামলাগুলো তদারকি করছেন। আমরা যেন একটি সুষ্ঠু তদন্ত প্রতিবেদন উপস্থাপন করতে পারি।’

জুলাই অভ্যুত্থানের হত্যা-হত্যাচেষ্টাসহ সব মামলার তদন্ত দ্রুত শেষে করা জরুরি, বলছেন অপরাধ বিশ্লেষকেরা। নির্দোষ ব্যক্তিদের মামলা থেকে অব্যাহতি দিয়ে প্রকৃত দোষীদের বিরুদ্ধে দ্রুত অভিযোগপত্র দাখিলের তাগিদ তাদের।

সমাজ ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, ‘প্রফেশনাল যখন একটা তদন্ত কমিটি থাকবে, আলাদা তদন্ত সংস্থা থাকবে রাষ্ট্রের, ঘটনাগুলোর তদন্ত যখন তারা করে দেখবে সেখানে একটা নিরপেক্ষ রিপোর্ট পাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে।’

এদিকে, পলাতক পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই চলবে বিচারকাজ। তাদের পক্ষে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ দেবে রাষ্ট্র।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ