আরসিবির পেসার যশ দয়ালের বিরুদ্ধে এবার ধর্ষণ মামলা

খেলাধুলা ডেস্ক :

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) পেসার যশ দয়ালের বিরুদ্ধে গত মাসে এক নারী বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক, মানসিক ও আর্থিক নিপীড়নের অভিযোগ এনেছিলেন।

- Advertisement -

সেই অভিযোগের ভিত্তিতে ২৭ বছর বয়সী এই ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। গতকাল সোমবার এই তথ্য ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছে উত্তর প্রদেশের গাজিয়াবাদ পুলিশ।

- Advertisement -google news follower

গত ২১ জুন ওই নারী উত্তর প্রদেশে মুখ্যমন্ত্রীর অনলাইন অভিযোগ পোর্টালের মাধ্যমে এই অভিযোগ করেন। অভিযোগে বলেছিলেন, তিনি প্রতারণা ও নিপীড়নের শিকার হয়েছেন এবং এর বিচার চান।

পুলিশের কাছে অভিযোগে সেই নারী দাবি করেছিলেন, তিনি পাঁচ বছর ধরে যশ দয়ালের সঙ্গে সম্পর্কে ছিলেন।

- Advertisement -islamibank

দয়ালের বিরুদ্ধে অভিযোগ এনে সেই নারী বলেছিন, ‘সে আমাকে বারবার বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে। আমাকে তার পরিবারের সঙ্গেও পরিচয় করিয়ে দেয়, যারা আমাকে বলেছিল যে আমি হব তাদের পুত্রবধূ। আমি সম্পূর্ণ সততা ও নিষ্ঠার সঙ্গে সম্পর্কে ছিলাম।’

দয়াল ২০২৫ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিরোপাজয়ী দলের সদস্য। তিনি ১৫ ম্যাচে ১৩টি উইকেট নেন। ২৭ বছর বয়সী এই পেসার ২০২২ চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস দলেও ছিলেন। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, দয়ালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পুলিশের কাছে করা অভিযোগে এই নারী আরও বলেছেন, দীর্ঘদিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছেন এবং চিকিৎসাও নিচ্ছেন। তাঁর ভাষায়, ‘আমি অনেকবার আত্মহত্যার চেষ্টা করেছি।

মানসিক যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে পারছিলাম না। ও এবং ওর পরিবার আমাকে বারবার মিথ্যা আশ্বাস দিত। ওর অন্য নারীদের সঙ্গে সম্পর্ক আমার ভেতরটা ভেঙে দেয়, প্রচণ্ড মানসিক যন্ত্রণা পেতে হয়।’

ঘটনার বিষয়ে গাজিয়াবাদের ডেপুটি কমিশনার অব পুলিশ পাটিল নিমীশ দশরথ ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, যশ দয়াল ইতিমধ্যে পুলিশকে তাঁর বক্তব্য দিয়েছেন।

নিমীশের ভাষায়, ‘আমরা নতুন ফৌজদারি বিধির ৬৯ নং ধারা অনুযায়ী (বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন) তার বিরুদ্ধে মামলা রুজু করেছি এবং তদন্ত চলছে।’

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM