চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন আসকার দীঘিরপাড় এলাকার ইউরেকা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ভবনটির সপ্তম ও অষ্টম তলায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামালখান ও আসকার দীঘির পাড়ের মাঝামাঝি ইউরেকা ভবনের ভবনের সপ্তম তলার জানালা দিয়ে প্রথমে আগুন দেখতে পায় স্থানীয়রা।
তাছাড়া একই ভবনের উপরের দুইটি ফ্লোর থেকেও কালো ধোঁয়া বের হতে দেখে আশপাশের ভবনেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা মেহেদী জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। ফায়ার সার্ভিসের কাজের সুবিধার্থে সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
তবে তাৎক্ষনিক আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানাতে না পারলেও এ ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর দেয়নি ফায়ার সার্ভিস।