অচেনা যুবকের মরদেহ পড়েছিল রাস্তায়,উদ্ধার করল পুলিশ

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডস্থ গোয়ালপাড়া এলাকার সোবহান সওদাগরের বাড়ির পাশের একটি রাস্তায় পড়েছিল অচেনা এক যুবকের মরদেহ।

- Advertisement -

বুধবার (৯ জুলাই) দুপুরে স্থানীয়দের এমন খবরে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করেছে কর্ণফুলী থানা পুলিশ।

- Advertisement -google news follower

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত যুবকের কোন পরিচয় জানা যায়নি। চরলক্ষ্যা ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ফোরকান জানিয়েছেন মৃত ওই যুবকের আনুমানিক বয়স ২৮ থেকে ৩০ বছর হতে পারে। তাঁর পরনে শার্ট, প্যান্ট ও মুখে ছাপ দাঁড়ি ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে রাস্তায় লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশের একটি ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

- Advertisement -islamibank

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে দেখে মৃত্যুর কারণ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনে হলেও তদন্ত রিপোর্ট হাতে এলে বিস্তারিত জানা যাবে যোগ করলেন ওসি। তিনি মৃত যুবকটির পরিচয় সনাক্তে কাজ করাসহ এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানালেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ