স্টেশন রোডের ৩ হোটেল ও ২ ফার্মেসীকে ৭৬ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন স্টেশন রোড এলাকার বিভিন্ন হোটেল-রেস্টুরেন্ট এবং ফার্মেসিতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

- Advertisement -

বুধবার (৯ জুলাই) দুপুরে পরিচালিত এ অবিযানে একাধিক অনিয়মের দায়ে তিনটি হোল-রেস্টুরেন্টকে ৭০ হাজার এবং দুটি ফার্মেসীকে ৬ হাজার টাকাসহ মোট ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়।

- Advertisement -google news follower

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রানা দেবনাথ, মো. আনিছুর রহমান ও মাহমুদা আক্তারকে সাথে নিয়ে অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্যাহ।

তিনি জানান, পচা ডিম ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে গুলিস্তান হোটেলকে ১০ হাজার টাকা, তেলাপোকার উপদ্রব ও অস্বাস্থ্যকর রান্নাঘরের পরিবেশ পাওয়ায় আজাদী হোটেল অ্যান্ড বিরিয়ানি রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা এবং শিল্প লবণ ব্যবহার এবং পরিচ্ছন্নতার ঘাটতির কারণে গণি হোটেলকে ১০ হাজার জরিমানা করা হয়।

- Advertisement -islamibank

তাছাড়া একই এলাকার কাদের ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ২ হাজার এবং ওষুধের গায়ে দাম কেটে অধিক দামে বিক্রি করার অপরাধে শফি ইনানী ফার্মেসিতে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

তাছাড়া অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে এমন অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়েছে।

জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান অধিদপ্তরের কর্মকর্তারা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM