পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগরের রহস্যজনক মৃত্যু হয়েছে মঙ্গলবার (৮ জুলাই)। তার মরদেহ করাচির ডিফেন্স হাউজিং অথরিটির একটি ফ্ল্যাট থেকে পুলিশ উদ্ধার করেছে।
৩২ বছর বয়সী এই অভিনেত্রীর মৃত্যু রহস্যের সৃষ্টি করেছে। ধারণা করা হচ্ছে, ফ্ল্যাটে তার মরদেহ দুই সপ্তাহ ধরে পড়ে ছিল।
দক্ষিণ ডিআইজি সৈয়দ আসাদ রাজা পাকিস্তানের গণমাধ্যমকে জানিয়েছে, ফেজ-৬ এর ইত্তিহাদ কমার্শিয়ালের একটি ফ্ল্যাট থেকে হুমাইরা আসগর আলীর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ এক বিবৃতিতে জানান, মরদেহটি অভিনেত্রীর বলে শনাক্ত করা হয়েছে এবং দুই সপ্তাহ আগেই তার মৃত্যু হয়। একটি স্থানীয় আদালতের আদেশে গিজরি পুলিশ ফ্ল্যাটটি খালি করতে ঘটনাস্থলে পৌঁছায়।
দুপুর ৩টা ১৫ মিনিটে পুলিশ দরজায় কড়া নাড়লেও কোনো সাড়া না পাওয়ায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং হুমাইরার মরদেহ দেখতে পায়। এরপর পুলিশের ক্রাইম সিন ইউনিটকে ঘটনাস্থলে ডেকে আনা হয় আলামত সংগ্রহের জন্য।
পুলিশ কর্মকর্তারা আরও জানান, ওই মডেল গত সাত বছর ধরে একাই ওই অ্যাপার্টমেন্টে থাকতেন। তিনি ২০১৮ সালে ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন, কিন্তু ২০২৪ সালে ভাড়া দেয়া বন্ধ করে দেন বলে জানা গেছে।
ভাড়া না দেয়ার কারণে বাড়িওয়ালা ক্যান্টনমেন্ট বোর্ড ক্লিফটনে (সিবিসি) একটি মামলা দায়ের করেন। মঙ্গলবার আদালতের নিযুক্ত একজন বেলিফ মামলার আদেশ কার্যকর করতে এসে ফ্ল্যাটের ভেতরে তার গলিত মরদেহ দেখতে পান।
সামা টিভির বরাতে পুলিশ কর্মকর্তাদের ভাষ্য, ঘরে পাওয়া একটি মোবাইল ফোন হুমাইরা আসগর নামে নিবন্ধিত। প্রমাণ থেকে জানা যায়, ফ্ল্যাটটি অভিনেত্রী হুমাইরা আসগর ভাড়া করেছিলেন। অ্যাপার্টমেন্ট থেকে তার ছবি সম্বলিত একটি ম্যাগাজিনও উদ্ধার করা হয়েছে।
পরিচয় নিশ্চিত করার জন্য পুলিশ তার নামে নিবন্ধিত মোবাইল সিমের সঙ্গে সংযুক্ত জাতীয় পরিচয়পত্রের রেকর্ড চেয়েছিল। পরে তারা নিশ্চিত করেছে, মরদেহটি অভিনেত্রী ও মডেল হুমাইরা আসগরের। পুলিশ অভিনেত্রীর পরিচয়পত্র উদ্ধার করেছে।
উল্লেখ্য, হুমাইরা আসগর আলী আরিয়ানা টেলিভিশনের রিয়েলিটি শো ‘তামাশা ঘর’-এ অংশ নিয়েছিলেন এবং ২০১৫ সালের চলচ্চিত্র ‘জালাইবি’-তেও অভিনয় করেছিলেন।
জেএন/পিআর