চট্টগ্রাম নগরীর হালিশহরের আনন্দপুর এলাকায় উন্মুক্ত নালায় পড়ে মরিয়ম নামের তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) দুপুর তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, শিশুটি বাসার পাশের একটি দোকানে যাওয়ার সময় রাস্তার পাশে পানিতে ঢাকা নালায় পড়ে যায়।
এলাকাবাসী বলছে— ঘটনাস্থলে নালার স্ল্যাব তোলা ছিল এবং উপরিভাগে পানি জমে থাকায় নালাটি মরিয়মের চোখে পড়েনি। শিশুটি অসাবধানতাবশত পা রাখতেই পানির স্রোতে তলিয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বিকেল ৩টা ৫৪ মিনিটে শিশুটিকে উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা বলছে— শিশু মরিয়ম বাড়ি থেকে বের হওয়ার সময় বলে ‘মা, দোকানে যাচ্ছি’। এরপর খবর আসে সে নালায় পড়েছে। পরে ফায়ার সার্ভিস এসে তার নিথর দেহ উদ্ধার করে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমরা স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে ডুবুরি দল পাঠাই। উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হলেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।’
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। পাশাপাশি উন্মুক্ত ও অব্যবস্থাপনার শিকার নগরীর নালা-নর্দমা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
জেএন/পিআর