রাজধানীর মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল নির্মাণ প্রকল্পে প্রায় ৩ কোটি টাকার বেশি আত্মসাতের চেষ্টা ও অনিয়মের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক মো. ইকবাল কবীরের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
একই অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধেও মামলার অনুমোদন দেওয়া হয়েছে।বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম।
দুদকের অনুমোদিত মামলার এজাহারে বলা হয়েছে, তৎকালীন প্রকল্প পরিচালক ইকবাল কবীরের প্রত্যক্ষ সহযোগিতায় কোনো অনুমোদন ছাড়াই মৌখিক নির্দেশে এসআরএস ডিজাইন অ্যান্ড ফ্যাশন লিমিটেডকে দিয়ে মহাখালীর কোভিড-১৯ হাসপাতালের ষষ্ঠ তলায় কাজ করানো হয়।
এরপর প্রতিষ্ঠানটি অস্বাভাবিক ব্যয়ের বিল তৈরি করে, যার পরিমাণ ছিল ৪ কোটি ৩৫ হাজার ৪১৩ টাকা।
নিরপেক্ষ প্রকৌশলী দ্বারা বিল যাচাইয়ের পর প্রকৃত ব্যয় ধরা পড়ে মাত্র ৬৯ লাখ ৭৩ হাজার ৫৫৯ টাকা।
অর্থাৎ প্রায় ৩ কোটি ৩০ লাখ টাকার বেশি অতিরিক্ত দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের চেষ্টা করা হয়।
এ কাজের জন্য প্রকল্প পরিচালক ইকবাল কবীরের প্রত্যক্ষ মদদে এসআরএস ডিজাইন অ্যান্ড ফ্যাশন লিমিটেডের স্বত্বাধিকারী মো. সাইফুর রহমান এ অনিয়মে যুক্ত ছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
২০২০ সালে করোনা মহামারির সময় নানা অনিয়মের অভিযোগে ইকবাল কবীরকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা ও গবেষণা শাখার পরিচালক পদ থেকে অপসারণ করা হয়।
ওই সময়ে তিনি বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে পরিচালিত দুটি প্রকল্পের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
জেএন/পিআর