মাটিরাঙ্গায় শান্তি পরিবহনের বাসের ধাক্কায় নারী নিহত

দেশজুড়ে ডেস্ক :

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দিবালা ত্রিপুরা (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি গুইমারার আড়বাড়ি এলাকার ধন চন্দ্র ত্রিপুরার স্ত্রী।

- Advertisement -

এ ঘটনায় মোটরসাইকেল চালক একই এলাকার শ্যামল বিকাশ ত্রিপুরা (৩১) আহত হয়েছেন।

- Advertisement -google news follower

শনিবার সকালে মাটিরাঙ্গা জোনের আওতাধীন সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টার দিকে চট্টগ্রামগামী একটি শান্তি পরিবহন সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের সামনের সড়কে পৌঁছালে মাটিরাঙ্গাগামী একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে দিবালা ত্রিপুরা (৪৫) ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় বাইক চালক গুরুতর আহত হন।

- Advertisement -islamibank

পরে উভয়কে স্থানীয়রা মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডা. দিবালা ত্রিপুরাকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল চালককে হাসপাতালে ভর্তি করা হয়।

তাৎক্ষণিকভাবে মাটিরাঙ্গা সেনা জোন শান্তি পরিবহন ও মোটরসাইকেলকে আটক করে মাটিরাঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তর করে। শান্তি পরিবহনের চালক পলাতক রয়েছেন।

মাটিরাঙ্গা থানার এসআই মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরবাইককে আটক করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM