পিআর পদ্ধতিতে আগামী সংসদ নির্বাচনের দাবি জানালেন ভিপি নুর

রাজনীতি ডেস্ক :

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সকল দলের অংশগ্রহণের মাধ্যমে সরকার গঠিত হয়ে দেশ এগিয়ে যাবে। এ দেশের জনগণ অংশগ্রহণমূলক নির্বাচন চায়—আনুপাতিক হারে।

- Advertisement -

সে জন্য আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতি আয়োজন করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান গণঅধিকার পরিষদের সভাপতি সাবেক ভিপি নুরুল হক নুর।

- Advertisement -google news follower

১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রকৃত প্রতিফলন এখনও বাংলাদেশের মানুষ পায়নি।

২৪ জুলাইয়ের আন্দোলনে ফ্যাসিবাদী আওয়ামী লীগকে হটাতে গিয়ে যারা শহীদ হয়েছেন, তাদের ত্যাগ যেন বৃথা না যায়—এই বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

- Advertisement -islamibank

যাতে আর কোনো ফ্যাসিবাদী শক্তি বাংলার মাটিতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।

শুক্রবার (১১ জুলাই) রাত ৮টার দিকে চকরিয়া পৌরশহরের জনতা শপিং সেন্টার চত্বরে আয়োজিত এক পথসভায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সাবেক এমপি, মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে গুম করে ভারতের সীমান্ত এলাকায় ফেলে দেওয়া হয়েছিল। হায়াৎ ছিল বলে তিনি বেঁচে আছেন।

উক্ত পথসভায় বক্তব্য রাখেন—গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, চট্টগ্রাম বিভাগের প্রধান সমন্বয়ক আবদুজ্জাহের, উচ্চতর পরিষদ সদস্য মো. আবু হানিফ, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আবদুর রহমান, গণঅধিকার পরিষদের সহ-সাধারণ সম্পাদক কামরুন নাহার ডলি, বাংলাদেশ যুব অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি শাহেদ মেম্বার প্রমুখ।

এছাড়াও সভায় কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এর আগে তিনি পেকুয়ার মেহেরনামায়, চট্টগ্রামে জুলাই আন্দোলনের শহীদ কলেজ ছাত্র ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন। পরে বিভিন্ন এলাকায় পথসভায় বক্তব্য রাখেন।

এদিকে চকরিয়া-পেকুয়া আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে আবদুল কাদের প্রাইমকে পরিচয় করিয়ে দেন এবং তার জন্য সহযোগিতা করার আহ্বান জানান ভিপি নুর।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM