পটিয়ার সাবেক চেয়ারম্যান জসিমকে আটকে পুলিশে দিল ছাত্ররা

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়ায় ইউনিয়ন পরিষদের দুইবারের চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এসএম ইনজামুল হক জসিমকে আটক করে পুলিশে দিল বৈষম্য বিরোধী ছাত্ররা।

- Advertisement -

গতকাল শনিবার (১২ জুলাই) রাত ১১টার দিকে নগরীর ২নং গেট এলাকায় সুলতান ডাইনে তার মেঝ মেয়ে ওয়াফিয়া ইনজামের জম্মদিন অনুষ্ঠান থেকে তাকে আটক করা হয়।

- Advertisement -google news follower

পরে চট্টগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র ও এনসিপি নেতাকর্মীরা তাকে পাঁচলাইশ থানা পুলিশের হাতে তুলে দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তওসিফ ইমরোজ ফেসবুকে তার আটকের ভিডিও ও ছবি পোস্ট করে লেখেন “যেসব আওয়ামী লীগের দোসররা মনে করে জুলাই হারিয়ে গেছে, তারা মুক্ত বাতাসে ঘুরত পারবে। আমি বলি তারা ঘুমের ঘোরে আছে।

- Advertisement -islamibank

আমরা আওয়ামী লীগের প্রশ্নে কোনো ছাড় দিবো না।” এর মধ্যে শনিবার রাতে ২ নাম্বার গেইট এলাকায় চেয়ারম্যান জসিমকে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এসএম ইনজামুল হক জসিম (৪৯) গত ২০২৪ সালের ৪ আগস্ট পটিয়া বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলি ও হামলার অভিযোগে তার বিরুদ্ধে পটিয়া থানায় কয়েকটি মামলা রয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের অভিযোগ, গেল বছরের জুলাই-আগস্টে পটিয়ায় ছাত্রদের ওপর হামলার নেতৃত্ব দেন ইনজামুল হক জসিম।

শনিবার রাতে তাকে দেখতে পেয়ে স্থানীয় ছাত্র-জনতা পুলিশকে খবর দেয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, যেহেতু তার বিরুদ্ধে পটিয়া থানার বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ আরো বেশ কয়েকটি মামলা রয়েছে। সেহেতু আমরা তাকে পটিয়া থানা পুলিশের হাতে হস্তান্তর করব। তারা এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM