সাবেক এমপি নদভীর পিএস রাসেল কোতোয়ালিতে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক এমপি আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর ব্যক্তিগত সহকারী (পিএস) মো. রাসেল উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -

গতকাল শনিবার (১২ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরের কোতোয়ালি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

- Advertisement -google news follower

গ্রেপ্তার মো. রাসেল উদ্দীন চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের সহসভাপতি ছিলেন।

আজ রবিবার (১৩ জুলাই) সকালে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় একটি হামলার মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। আইনী প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হবে।

- Advertisement -islamibank

এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর চট্টগ্রাম–১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনিও আত্মগোপনে ছিলেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM