লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল আজিজ (৪৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

- Advertisement -

রবিবার (১৩ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

- Advertisement -google news follower

এর আগে একইদিন বিকেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। নিহত আজিজ লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দরজিপাড়া এলাকার বাসিন্দা। তিনি দিনমজুরের কাজ করতেন।

স্থানীয় ইউপি সদস্য মো. নুরুন্নবী জানান, বাড়ির পার্শ্ববর্তী রাউজন্যা পাড়া এলাকার একটি ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় অসাবধানতা বশত বিদ্যুৎস্পৃষ্ট হন আবদুল আজিজ।

- Advertisement -islamibank

সেখান থেকে তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের লাশ আইনি প্রক্রিয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ