বোয়ালখালীতে ঘরের উঠোনে পাকিং করা সিএনজি পুড়ল আগুনে

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী চরখিজিরপুর হাজারীচর গ্রামের বড়ুয়া পাড়ায় ঘরের উঠোনে পাকিং করে রাখা একটি সিএনজি অটোরিকশায় আগুন লাগার ঘটনা ঘটেছে।

- Advertisement -

বুধবার (১৭ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ লাগা এ আগুনে গাড়িটি (চট্টগ্রাম থ ১৩-১৯৯৭) পুড়ে ছাই হয়ে যায়।

- Advertisement -google news follower

এমন অনাকাঙ্খিত ঘটনায় একমাত্র সম্বল সিএনজি রিকশাটি পুড়ে যাওয়া নিঃস্ব হয়ে যায় অটোরিকশাটির মালিক জয়সেন বড়ুয়া।

তিনি বলেন, দুপুরে ঘরের উঠোনে গাড়িটি পার্কিং করে রেখেছিলাম। বিকেলে আর বের করা হয়নি। দিবাগত রাত সাড়ে ৩টায় পর আগুনের আঁচ পেয়ে জেগে দেখি গাড়িটিতে দাউ দাউ করে জ্বলছে।

- Advertisement -islamibank

প্রায় দেড় বছর আগে আড়াই লাখ টাকা দিয়ে গাড়িটি কিনেছিলাম। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তিনি জানাতে পারেন নি।

এ ব্যাপারে ঘটনাটি থানাকে অবহিত করা হয়েছে জানালেন সিএনজির মালিক জয়সেন বড়ুয়া।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বিষয়টি তদন্তপূর্বক আইনগত পদক্ষেপ নেওয়া হবে জানালেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ