আরও হামলা হলেও এনসিপিকে থামানো যাবে না: নাহিদ ইসলাম

রাজনীতি ডেস্ক :

আরও হামলা চালানো হলেও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) থামানো যাবে না বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

- Advertisement -

তিনি বলেছেন, গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, আরও ১০টা জায়গায় হামলা চালানো হবে—তারপরেও আমাদের থামানো যাবে না।

- Advertisement -google news follower

তিনি আরও বলেন, মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই-যুদ্ধ আমরা গণঅভ্যুত্থানের মধ্যে ঘোষণা দিয়েছি, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি—এই লড়াই সমাপ্ত না করে আমরা থামবো না।

আজ শুক্রবার (১৮ জুলাই) দেশ গড়তে জুলাই পদযাত্রায় মুন্সিগঞ্জে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

- Advertisement -islamibank

এসময় স্থানীয়দের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনাদেরকে নদীভাঙন থেকে রক্ষা করবো আমরা।

নদী দুর্যোগ থেকে রক্ষা করবো আমরা। মুন্সিগঞ্জের হাজারো মানুষ প্রবাসে থাকে, আমরা সেই প্রবাসীদের ভোটাধিকারের পক্ষে কথা বলছি।

অনেকে বলছেন, প্রবাসীদের কোনো অবদান নাই, তারা কেন ভোট দিবে? আপনাদের পরিবারের সদস্যরা যারা প্রবাসে রয়েছেন, তাদের সচেতন এবং সরব হতে বলুন।

প্রবাসীরা বাংলাদেশের অংশ, আমরা তাদের ভোটাধিকার নিশ্চিত করবো ইনশাআল্লাহ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ