চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা সানজিদ হোসেনকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) রাতে বোয়ালখালী উপজেলা পরিষদের সামনে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সানজিদ উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সৈয়দ নগর মকবুল কেরানি বাড়ির ফরিদ আহম্মদের ছেলে।
সে চট্টগ্রাম নগরীর পশ্চিম বাকলিয়া ১৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।
এবিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান জানান, গ্রেপ্তার নগর যুবলীগ নেতা সানজিদ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা মামলার সন্দেহভাজন আসামি।
তাকে আজ শনিবার (১৯ জুলাই) আদালতে পাঠানো হয়েছে।
জেএন/পিআর