চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কয়েকটি রাস্তায় গভীর রাতে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা চালানো হয়েছে।
শনিবার (১৯ জুলাই) রাত ৩টার দিকে গার্লস ডিগ্রি কলেজের সামনে এবং সাধনপুর ইউনিয়নের সাহেবেরহাট এলাকায় এই অপচেষ্টা চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে দুষ্কৃতকারীরা মহাসড়কের ওপর গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করে। তবে খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ফায়ার সার্ভিসের সহায়তায় অভিযান চালিয়ে সড়কে পড়ে থাকা গাছের গুঁড়ি সরিয়ে ফেলি। আমাদের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়।’
পুলিশ ও ফায়ার সার্ভিসের দ্রুত অভিযানে রাতের মধ্যেই সড়ক পরিষ্কার হওয়ায় সকাল থেকেই যান চলাচল স্বাভাবিক রয়েছে।
জেএন/পিআর