কক্সবাজারের টেকনাফ উপজেলা বাহারছড়া ইউনিয়নের পাভেল চাকমা অপহরণ মামলায় জড়িত ৫ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও তিনটি শটগানের কার্তুজ কার্তুজ উদ্ধার করা হয়। অস্ত্রটি কাঠের বাটযুক্ত এবং আড়াআড়িভাবে ১২.৪ ইঞ্চি লম্বা।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৯ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টেকনাফ-চকরিয়া মেরিন ড্রাইভ সড়কের লামার বাজার এলাকায় ‘সৈকত কাউন্টার’ সংলগ্ন স্থানে অবস্থানরত পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ৫ জন হলেন, চকরিয়ার আব্বাস উদ্দিন (৪২), সাকিবুল ইসলাম (২২), ফরহাদ মিয়া (১৯), মো. রবিউল হোসেন (২৭) ও মো. তাওসিফ (১৯)।
অভিযানে ধৃত আসামিরা জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা অপহরণ চক্রের সক্রিয় সদস্য এবং অপহরণকাজে ব্যবহৃত অস্ত্র গোপন করে রেখেছে।
পুলিশের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই রাতেই বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকায় অভিযানে গিয়ে একটি বসতঘরের সামনে ছনের গাদার ভেতর থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও তিনটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানায় নেওয়া হলে মামলার ভিকটিম পাভেল চাকমা (২৪) আসামিদের শনাক্ত করেন এবং নিশ্চিত করেন তারা অপহরণ চক্রের সদস্য।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, সন্ত্রাস ও অপহরণ প্রতিরোধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।
জনগণের নিরাপত্তায় আমাদের প্রতিটি ইউনিট সর্বোচ্চ সচেষ্ট। এই চক্রের বাকি সদস্যদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।
জেএন/পিআর