মন্ত্রিসভার প্রথম বৈঠকে চট্টগ্রামের ‘কর্ণফুলী টানেলকে’ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণের প্রস্তাব দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
সোমবার (২১ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চট্টগ্রাম থেকে নির্বাচিত এই সংসদ সদস্য প্রস্তাবটি রাখেন।
মন্ত্রিসভার বৈঠকে মহিবুল হাসান চৌধুরী নওফেল কর্ণফুলী টানেলের নাম বঙ্গবন্ধুর নামে করার প্রস্তাবের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, দেশে এই প্রথম কোনো টানেল নির্মিত হচ্ছে। চট্টগ্রামে সর্বসাধারণের ব্যবহারযোগ্য তেমন কোনো বড় স্থাপনা নেই, তাই টানেলটি বঙ্গবন্ধুর নামে নামকরণ করা যেতে পারে।
এ সময় তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া ড. হাছান মাহমুদও শিক্ষা উপমন্ত্রী নওফেলের বক্তব্যেকে সমর্থন জানিয়েছেন।
জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা উপমন্ত্রী নওফেলের বক্তব্য গ্রহণ করেন এবং দলের সাধারণ সম্পাদক হিসেবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে এই বক্তব্য রেকর্ডে রাখার নির্দেশনা দিয়েছেন।
জয়নিউজ/বিশু