জুসে চেতনানাশক খাইয়ে মা-মেয়েকে ধর্ষণ, গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক

কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে জুসের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে মা-মেয়েকে অজ্ঞান করে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে।

- Advertisement -

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে এপিবিএন পুলিশ।

- Advertisement -google news follower

সবশেষ মঙ্গলবার (২২ জুলাই) সকালে তাদের কক্সবাজার জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার উখিয়ার বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মা-মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠে।

আটকরা হলেন-উখিয়ার বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা সৈয়দ হোসেনের পুত্র হাবিব উল্লাহ ও একই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. হোসেনের পুত্র মো. হাবিব উল্লাহ।

- Advertisement -islamibank

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা পূর্ব পরিকল্পিতভাবে জুসের মধ্যে চেতনানাশক মিশিয়ে মা ও মেয়েকে খাইয়ে দেন। এরপর অজ্ঞান হয়ে পড়ে তারা দুজন। এ সময় দুজনকে পালাক্রমে ধর্ষণের ঘটনা ঘটে।

জ্ঞান ফিরলে ভিকটিমরা বিষয়টি পরিবার ও সংশ্লিষ্ট প্রশাসনকে জানায়। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার সকালে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ