মাইজভান্ডার দরবার শরীফের অন্যতম আওলাদ ও প্রখ্যাত আধ্যাত্মিক ব্যক্তিত্ব হযরত শাহসুফী ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (ম.) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি।
ডা. দিদারুল হক মাইজভাণ্ডারী গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সম্মানিত সাজ্জাদানশীন এবং অছিয়ে গাউছুল আজম মাইজভাণ্ডারী (ক.) কর্তৃক মনোনীত মোন্তাজেম ও জিম্মাদার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মাইজভান্ডারী তরিকার শিক্ষা ও আদর্শ প্রচারে তার অনবদ্য অবদান ছিল, এবং তিনি বিভিন্ন ধর্মীয় আলোচনা ও অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন।
ডা. সৈয়দ দিদারুল হক বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর ছোট ভাই ছিলেন। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। তাদের তিন ভাই ইতোমধ্যেই মৃত্যুবরণ করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বাদ এশা মাইজভান্ডার শরীফ শাহী ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
জেএন/পিআর