বান্দরবানের রিসোর্ট থেকে পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

বান্দরবানের লামা উপজেলার মিরিঞ্জা ভ্যালিতে অবস্থিত ‘ডেঞ্জার হিল রিসোর্ট’ এর একটি কটেজে গলায় ফাঁস দিয়ে আনোয়ার হোসেন (৪৭) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।

- Advertisement -

বুধবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে রিসোর্টের ১২ নম্বর কটেজ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে লামা থানা পুলিশ।

- Advertisement -google news follower

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আনোয়ার হোসেন (৪৭) ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা (ডাকঘর ১৩১০), কালীগঞ্জ পশ্চিম পাড়া, শাহী মসজিদ রোডের বাসা-৩৬, ব্লক-ব এলাকার বাসিন্দা আবু তাহের ও আমেনা বেগমের ছেলে।

- Advertisement -islamibank

‘ডেঞ্জার হিল রিসোর্ট’ এর মালিক সাদ্দাম হোসেন জানান, আনোয়ার হোসেন গত ২১ জুলাই সকাল ১০টার দিকে রিসোর্টে আসেন এবং দুই দিন ধরে অবস্থান করছিলেন।

বুধবার সকালে রুমে নাস্তা পৌঁছে দিতে গেলে স্টাফ সাজ্জাতুর রহমান ও মো. রিফাত দরজা বন্ধ পান। তারা পাশের ফাঁক দিয়ে উঁকি দিয়ে ঝুলন্ত লাশ দেখতে পান। সঙ্গে সঙ্গে বিষয়টি ম্যানেজার আব্দুর রাজ্জাক সুমনকে জানানো হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়।

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রিসোর্ট মালিক আকাইদ হোসেন আমাদের ফোন করে জানান, একজন পর্যটক আত্মহত্যা করেছেন।

খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কটেজের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করি এবং টয়লেটের দরজার উপরের রেলিংয়ে ঝুলন্ত অবস্থায় থাকা লাশ উদ্ধার করি।

নিহতের পকেট থেকে পাওয়া আইডি কার্ডের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে।

প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ