স্কুল ছুটি শেষে বাড়ি ফেরা হলো না শিশু ইছহাক মনির

অনলাইন ডেস্ক

‎কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা চরপাড়া এলাকায় বানৌজা সাবমেরিন নৌ ঘাঁটি সড়কে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৬ বছর বয়সী শিশু শিক্ষার্থী ইছহাক মনি।

- Advertisement -

‎মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে অটোরিকশার ধাক্কায় প্রাণ হারায় এ শিক্ষার্থী।

‎নিহত মনি উপজেলা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভোলাইয়াঘোনা এলাকার ইদ্রিস মিয়ার ছেলে। সে স্থানীয় ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।

‎স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল ইছহাক মনি সহ কয়েকজন শিক্ষার্থী। ইছহাক মনি রাস্তা পার হওয়ার সময় পেকুয়া বাজার দিক থেকে আসা মগনামা মুখি দ্রুতগামি অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে ছিটকে মাটিতে লুটিয়ে পড়ে।

- Advertisement -google news follower

এসময় তার মাথা ও শরীরে বিভিন্ন স্থানে আঘাত পেয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকেকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মুজিবুর রহমান জানান, দুপুরের দিকে এক শিশুর নিথর দেহ পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

‎এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থীর মৃত্যুর বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

- Advertisement -islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ