চট্টগ্রামের হাটহাজারীতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যাওয়া একটি টেম্পুর নিচে চাপা পড়ে মারা গেছেন চালক।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুর কালি বাড়ির সামনে চট্টগ্রাম-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহত চালকের নাম লিটন বড়ুয়া (৩০)। সে রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে আটটার দিকে স্থানীয়রা সড়কের পাশে দুর্ঘটনাকবলিত টেম্পুটি (চট্টমেট্টো-ফ ১১-০১২১) পড়ে থাকতে দেখেন এবং বেলা সাড়ে দশটার দিকে নাজিরহাট হাইওয়ে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যখন ক্রেনের সাহায্যে টেম্পুটি খাদ থেকে তুলছিল, তখন গাড়ির নিচে চালকের লাশ দেখতে পায়।
ধারণা করা হচ্ছে, বুধবার গভীর রাতে অথবা বৃহস্পতিবার খুব ভোরে নাজিরহাটের দিকে যাওয়ার সময় টেম্পুটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায় এবং চালক গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনাস্থলে থাকা নাজিরহাট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম জানান, “নিহত যুবকের পকেটে পাওয়া আইডি কার্ড থেকে তার নাম লিটন বড়ুয়া এবং বাড়ি রাঙ্গুনিয়া বলে জানা গেছে।
কার্ডে থাকা একটি মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তার স্বজনেরা রাঙ্গুনিয়া থেকে রওনা দিয়েছেন। তারা পৌঁছালে পরিচয় পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।”
তিনি আরও জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জেএন/পিআর