সীতাকুণ্ডে ৫ গাড়িচালককে সাড়ে ১২ হাজার টাকা অর্থদণ্ড

অনলাইন ডেস্ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।

- Advertisement -

আজ শনিবার (২৬ জুলাই) দুপুরে পরিচালিত এ অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরাস্থ কেডিএস লজিস্টিক ডিপো ও শীতলপুরস্থ বিএম কন্টেইনার ডিপোর সামনে যত্রতত্র গাড়ী পার্কিং এবং উল্টো পথে গাড়ী চালানোর জন্য ৫ চালককে অর্থদণ্ড দেন ভ্রাম্যমান আদালত।

- Advertisement -google news follower

বারআউলিয়া হাইওয়ে থানা পুলিশের একটি টিম সাথে নিয়ে এ অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারায় ৫ গাড়ি চালককে মোট ১২ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।

- Advertisement -islamibank

এছাড়া সংশ্লিষ্ট ডিপো কর্তৃপক্ষকেও ভবিষ্যতে যানবাহনের সুষ্ঠু চলাচলের জন্য সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ