চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহগামী যাত্রীর শরীর ও ব্যাগ তল্লাশি করে প্রায় ২২ লাখ টাকার দেশি-বিদেশি মুদ্রা জব্দ করেছে এভসেক, কাস্টমস, ডিজিএফআই ও এনএসআই সদস্যরা।
রবিবার (২৭ জুলাই) রাত আটটার দিকে এসব মুদ্রা জব্দের পাশাপাশি সংযুক্ত আরব-আমিরাতগামী যাত্রী মো. আব্দুল মাজিদকেও আটক করা হয়। আটক মাজিদ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কাবুলিপাড়া এলাকার গুরা মিয়ার ছেলে।
তার কাছ থেকে উদ্ধারকৃত মুত্রার মধ্যে রয়েছে, ৪ হাজার ৭শ ইউএস ডলার, ৪৭ হাজার ৮শ ৮৫ ইউএই দিনার, ৩ হাজার ৭শ ৬২ সৌদি রিয়াল, ৩শ ৪৬ ওমানি দিনার এবং বাংলাদেশি ৩৬ হাজার টাকা।
জানা গেছে, রবিবার (২৭ জুলাই) রাত ৮টার দিকে এয়ার এরাবিয়া ফ্লাইট জি৯-৫২১ এ শারজাহ যাওয়ার কথা ছিল লোহাগাড়ার মো. আব্দুল মাজিদের। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে শরীর তল্লাশি করে বৈদেশিক মুদ্রা থাকার বিষয়টি ধরা পড়ে।
পরে যাত্রীকে বিমানবন্দরের কাস্টমস ব্যাগেজ কাউন্টারে এনে এভসেক, কাস্টমস, ডিজিএফআই ও এনএসআই সদস্যদের উপস্থিতিতে ব্যাগ তল্লাশি করে বৈদেশিক মুদ্রাগুলো পাওয়া যায়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, জব্দ করা মুদ্রা ডিএম মূলে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক যাত্রীকে পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।
ওই যাত্রীর বিরুদ্ধে সরকারের রাজস্ব শুল্ক ফাঁকি দিয়ে বৈদেশিক মুদ্রা পাচারের অভিযোগে পতেঙ্গা থানায় মামলার এজাহার দাখিল করা হয়েছে।
জেএন/পিআর