চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় ১৩ বছর বয়সী ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৭ জুলাই) রাতে স্থানীয়রা শিক্ষক ওমর ফারুককে (৪২) আটক করে পুলিশের হাতে তুলে দেন।
অভিযুক্ত ওমর ফারুক চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন ওমরশাহ পাড়ায় অবস্থিত ইমামে আজম আবু হানিফা (রহ.) সুন্নিয়া মডেল মাদ্রাসার শিক্ষক। ভিকটিমও ওই মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী।
পুলিশ জানায়, মাদ্রাসা শিক্ষক ওমর ফারুক একাধিকবার ওই ছাত্রের ওপর যৌন নিপীড়ন চালায়। নিপীড়নের ঘটনায় গত রোববার (২৪ জুলাই) ভুক্তভোগীর বাবা থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা বন্দর থানার উপপরিদর্শক ফরিদ আহমেদ জানান, মাদ্রাসার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ঘটনার প্রমাণ পাওয়া গেছে। পরে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া ঘটনার শিকার ছাত্রের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে জানান এ পুলিশ কর্মকর্তা।
জেএন/পিআর