চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বলের ৩ নং ওয়ার্ডস্থ দেলোয়ারের বড় বাড়ি এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মফিজ উদ্দীন (২৭) নামে এক যুবক।
আজ সোমবার (২৮) সকাল ৯ টার দিকে স্ত্রীর ওপর অভিমান করে ঘরের মাচার সাথে গলায় উড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। মৃত মফিজ উপজেলার একই এলাকার মো. হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর সাথে ঝগড়া লেগেই থাকতো, সেই কলহের জের ধরে স্ত্রী মহিমা বেগমের সাথে জগড়া হয়। সেই ঝগড়া বিবাদে অভিমান থেকে সবার অগোচরে ঘরের মাচার সাথে গলায় উড়না পেঁচিয়ে আত্মাহত্যা করে স্বামী।
দুপুরে ভাত খাওয়ার জন্য ডাকতে গেলে দেখা যায় ছেলে মফিজ উদ্দীন গলায় ফাঁস খাওয়া অবস্থায় ঝুলে আছে। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বাঁশখালী থানার অফিসার ইনর্চাজ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীর সঙ্গে অভিমান করেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ওই যুবক। এরপরও মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
জেএন/পিআর