সিএমপির ৩ থানায় ওসি পদে রদবদল

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)র তিনটি থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে।

- Advertisement -

সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদলের বিষয়টি জানানো হয়।

- Advertisement -google news follower

আদেশ অনুযায়ী, চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিনকে বদলি করে পাঠানো হয়েছে বন্দর থানায়। আবার বন্দর বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীনকে পদায়ন করা হয়েছে চকবাজার থানায়।

অপরদিকে, চকবাজার থানার বর্তমান ওসি মো. জাহেদুল কবিরকে বদলি করে পাঠানো হয়েছে চান্দগাঁও থানায়।

- Advertisement -islamibank

জনস্বার্থে জারিকৃত এ আদেশ আজ বুধবার থেকে কার্যকর হবে বলে জানিয়েছে সিএমপি।

পুলিশ কমিশনারের স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, “জনস্বার্থে জারিকৃত এ আদেশ পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে এবং তা অবিলম্বে কার্যকর হবে।”

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ