পটিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের পটিয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারটি মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

- Advertisement -

সড়কে শৃঙ্খলা ফেরানো এবং যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস ইন্দ্রপোল এলাকায় এ অভিযান চালানো হয়।

- Advertisement -google news follower

অভিযানে দেখা যায়, অনেক যানবাহনই চলাচল করছে মেয়াদোত্তীর্ণ রুট পারমিট নিয়ে। কেউ কেউ হেলমেট ছাড়া চালাচ্ছেন মোটরসাইকেল। এমনকি বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়াও চালকের আসনে বসেছেন অনেকে।

এসব অভিযোগে দুটি পরিবহন ও দুই ব্যক্তির বিরুদ্ধে চারটি মামলা করে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

- Advertisement -islamibank

অভিযানের নেতৃত্ব দেন পটিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা। তিনি জানান, আমরা লক্ষ্য করছি, ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ যানবাহন রাস্তায় চলাচল করছে, আবার হালকা গাড়ির লাইসেন্স নিয়ে অনেকেই ভারী যানবাহন চালাচ্ছেন। এসবই সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। দুর্ঘটনায় শুধু যাত্রীরাই নয়, চালক ও সহকারীরাও হতাহত হচ্ছেন।

তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান আমরা নিয়মিত পরিচালনা করব। অতিরিক্ত ভাড়া, অদক্ষ চালক, যানজট এবং জনদুর্ভোগ—সব কিছুই নিয়ন্ত্রণে আনতে আইনের প্রয়োগ নিশ্চিত করা হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ