চন্দনাইশ পৌরসভার বাজেট ঘোষণা

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ২০২৫-২৬ আর্থিক সনের ২২ কোটি ১৬ লক্ষ ৯৭ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে পৌর সম্মেলন কক্ষে বাজেট অধিবেশনে বাজেট ঘোষণা করেন চন্দনাইশ পৌরসভার প্রশাসক রাজিব হোসেন।

- Advertisement -google news follower

এসময় তিনি জানান আয়-ব্যয়ের অপ্রাসঙ্গিক বাজেট বাদ দিয়ে একেবারে প্রাসঙ্গিক ভাবে করার চেষ্টা করেছি, শিক্ষা, ক্রীড়া, মেধাবী শিক্ষার্থী ও মানবিক কাজের জন্যও বাজেট রয়েছে।

২০২৫-২৬ অর্থবছরে পৌরসভার জন্য ২২ কোটি ১৬ লক্ষ ৯৭ হাজার টাকার বাজেটে উন্নয়ন বাজেট ১৭ কোটি ৬৮ লক্ষ ১২ হাজার টাকা ও রাজস্ব বাজেটে ৪ কোটি ৬৮ লাখ ৮৫ হাজার টাকা।

- Advertisement -islamibank

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী, ওসি গোলাম সরোয়ার, যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম সালেহ উদ্দিন, শিক্ষা কর্মকর্তা কবির হোসাইন, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন, সাধারণ সম্পাদক খালেদ রায়হান, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ