কিংবদন্তি শচীন টেন্ডুলকারকেও ছাড়িয়ে গেলেন জো রুট

অনলাইন ডেস্ক

লাল বলের ক্রিকেটে যেন নতুন করে লিখছেন নিজের মহাকাব্য। ধারাবাহিক ব্যাটিং কুশলতায় একের পর এক রেকর্ড গড়ছেন ইংলিশ ব্যাটসম্যান জো রুট।

- Advertisement -

চলমান ভারত সিরিজেই তিনি উঠেছেন টেস্ট ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায়, যেখানে তার সামনে এখন কেবল কিংবদন্তি শচীন টেন্ডুলকার

- Advertisement -google news follower

তবে এবার টেস্টের আরেক গুরুত্বপূর্ণ রেকর্ডে শচীনকেও ছাড়িয়ে গেছেন রুট—তুলে নিয়েছেন আরও এক অনন্য মাইলফলক।

চলমান ওভাল টেস্টের প্রথম ইনিংসে হয়েও ইনিংস বড় করতে পারেননি রুট। দলের বিপদের সময় তার ব্যাট থেকে বড় রান আশা করেছিল দল। তবে তিনি ২৯ রানের বেশি করতে পারেননি।

- Advertisement -islamibank

এই ইনিংস খেলার পথেই একটি রেকর্ড গড়েছেন রুট। টেস্টে ঘরের মাঠে সবচেয়ে বেশি রানের রেকর্ডের তালিকায় শচীনকে ছাড়িয়ে গেছেন এই ইংলিশ ব্যাটার।

ইংল্যান্ডের মাটিতে ৭ হাজার ২২০ রান করে তালিকায় দ্বিতীয় স্থানে এখন তিনি।

এই তালিকায় সবার উপরে আছেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ৭ হাজার ৫৭৮ রান করেছেন নিজ দেশে। তিনে নেমে যাওয়া টেন্ডুলকারের ভারতে রান ৭ হাজার ২১৬।

এদিন আরো একটি কীর্তি গড়েন রুট। প্রথম ব্যাটার হিসেবে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ২ হাজার টেস্ট রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

অস্ট্রেলিয়ায় ভারতের বিপক্ষে ১ হাজার ৮৯৩ রান করে এই তালিকায় রুটের পরে আছেন পন্টিং।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ