চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়ন, সড়াইয়া গ্রামের নিজ বাড়ির উঠোনে বিষধর সাপের কামড়ে মারা গেছেন বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোর।
গতকাল শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যার দিকে বিষাক্ত সাপের ছোবলে গুরুতর আহত হয় এবং রাত সাড়ে ৮টার দিকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত ওই কিশোরের নাম মুহাম্মদ তাওসীব (১৬)। সে ওই গ্রামের পল্লি চিকিৎসক মো. ইব্রাহিমের ছেলে।
তাওসীবের প্রতিবেশী শিক্ষক আলিম সামদ জানান, সন্ধ্যার সময় বাড়ির উঠানে হাঁটার সময় সাপটি তাওসীবকে কামড় দেয়। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাজ্জাদ হোসেন বলেন, কামড়ের চিহ্ন দেখে বিষধর সাপ মনে হয়েছে।
হাসপাতালে আনার পরপরই এন্টিভেনম দেওয়া হয়। তবে বিষক্রিয়ায় কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
জেএন/পিআর