এমপিওভুক্ত শিক্ষকদের বিশেষ সুবিধায় বেতন বাড়ছে কত?

অনলাইন ডেস্ক

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য চালু হয়েছে ‘বিশেষ সুবিধা’ নামের একটি আর্থিক প্রণোদনা, যা চলতি বছরের জুলাই মাস থেকেই কার্যকর হবে।

- Advertisement -

এই সুবিধার আওতায় নির্ধারিত হারে মূল বেতনের অতিরিক্ত একটি অংশ প্রতিবছর নিয়মিতভাবে প্রদান করা হবে।

- Advertisement -google news follower

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এক অফিস আদেশে এ তথ্য জানায়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা যাঁরা সরকারি বেতন কাঠামোর গ্রেড-৯ বা তদূর্ধ্ব গ্রেডে রয়েছেন, তারা প্রতি বছর মূল বেতনের ১০ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ পাবেন।

- Advertisement -islamibank

অন্যদিকে, গ্রেড-১০ বা তদনিম্ন গ্রেডে কর্মরতরা বছরে মূল বেতনের ১৫ শতাংশ হারে এই বাড়তি অর্থ পাবেন।

উভয় ক্ষেত্রেই বলা হয়েছে, ‘বিশেষ সুবিধা’র পরিমাণ মাসিক হিসেবে ১৫০০ টাকার নিচে হবে না।

এই সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের দুটি পৃথক স্মারকের ভিত্তিতে বাস্তবায়ন করা হয়েছে।

পাশাপাশি নতুন এই সুবিধা চালুর মাধ্যমে ২০২৩ সালের ১৮ জুলাই জারি করা পুরোনো আদেশ বাতিল করা হয়েছে।

মাউশির তথ্যানুযায়ী, দেশে ২২ হাজার ১৭৪টি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীর সংখ্যা ৩ লাখ ৫৯ হাজার ৬০৮ জন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ