আশির দশকের জনপ্রিয় টিভি অভিনেত্রী লনি অ্যান্ডারসন মারা গেছেন

অনলাইন ডেস্ক

টিভি ধারাবাহিক ‘ডব্লিউকেআরপি ইন সিনসিনাটি’-এর স্মরণীয় চরিত্র জেনিফার মার্লো হিসেবে খ্যাত অভিনেত্রী লনি অ্যান্ডারসন আর নেই। ৮০তম জন্মদিনের মাত্র ক’দিন আগেই, রবিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

- Advertisement -

দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভোগার পর তিনি লস অ্যাঞ্জেলেসের এক হাসপাতালে মারা যান বলে নিশ্চিত করেছেন তার দীর্ঘদিনের মুখপাত্র শেরিল জে. কাগান।

- Advertisement -google news follower

লনি অ্যান্ডারসনের পরিবার এক বিবৃতিতে জানান, ‘আমাদের প্রিয় স্ত্রী, মা ও দাদীর মৃত্যুতে আমরা শোকাহত।’

এক বিবৃতিতে তাঁর পরিবার জানিয়েছে, ‘তাঁর যাওয়ার খবরে আমরা গভীরভাবে শোকাহত। এ কঠিন সময়ে আমাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করবেন।’

- Advertisement -islamibank

‘ডব্লিউকেআরপি ইন সিনসিনাটি’ সিরিজটি ১৯৭৮ থেকে ১৯৮২ সাল পর্যন্ত সম্প্রচারিত হয়। কাহিনিটি ঘিরে ছিল ওহাইওর এক লোকসানি রেডিও স্টেশনকে, যারা নিজেদের ভবিষ্যৎ রক মিউজিকের মাধ্যমে পুনর্গঠনের চেষ্টা করছিল।

লনি ছাড়াও সিরিজে অভিনয় করেছিলেন গ্যারি স্যান্ডি, টিম রিড, হাওয়ার্ড হেসম্যান, ফ্রাঙ্ক বোনার এবং জ্যান স্মিথারস।

সেই স্টেশনের রিসেপশনিস্ট চরিত্রে লনি অ্যান্ডারসন ছিলেন চিরচেনা স্বর্ণকেশী, স্মার্ট ও হাই হিল পরিহিত ‘জেনিফার মার্লো’—যিনি অসংখ্য অনাকাঙ্ক্ষিত ফোন কল ও ঝামেলা দক্ষ হাতে সামলাতেন।

এ চরিত্রের জন্য লনি অ্যান্ডারসন পেয়েছিলেন দুটি এমি অ্যাওয়ার্ড মনোনয়ন এবং তিনটি গোল্ডেন গ্লোব মনোনয়ন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ