জুলাইয়ে রপ্তানি আয় বেড়েছে ২৫ শতাংশ

অনলাইন ডেস্ক

দেশের রপ্তানি আয় চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রায় ২৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।

- Advertisement -

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্য অনুসারে, জুলাই মাসে পণ্য রপ্তানি হয়েছে ৪ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলার।

- Advertisement -google news follower

যা গত বছরের একই মাসে (অর্থবছর ২০২৪-২৫) ৩ দশমিক ৮২ বিলিয়ন ডলার রপ্তানির তুলনায় ২৪ দশমকি ৯০ শতাংশ বেশি।

মোট ৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের মধ্যে তৈরি পোশাক (আরএমজি) খাত থেকে আয় হয়েছে ৩ দশমিক৯৬ বিলিয়ন মার্কিন ডলার, যা ২৪ দশমকি ৬৭ শতাংশ প্রবৃদ্ধি।

- Advertisement -islamibank

তৈরি পোশাক খাতের মধ্যে নিটওয়্যার রপ্তানি ২৬ দশমিক ০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার।

ওভেন পোশাক রপ্তানি ২৩ দশমিক ০৮ শতাংশ বেড়ে ১ দশমিক ৭৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে এবং হোম টেক্সটাইলস খাতে রপ্তানি আয় ১৩ দশমিক ২৪ শতাংশ বেড়ে ৬৮ দশমিক ০৮ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

এছাড়া, পাট ও পাটজাত পণ্যে রপ্তানি আয় ৪ দশমিক ৯২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৫ দশমিক ৪৪ মিলিয়ন ডলার এবং চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ১২৭ দশমিক ৩৮ মিলিয়ন ডলার, যা ২৯ দশমিক ৬৫ শতাংশ প্রবৃদ্ধি।

কৃষিপণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৯০ দশমিক ৫০ মিলিয়ন ডলার, যা ১২ দশমিক ৮৬ শতাংশ প্রবৃদ্ধি।

হিমায়িত ও জ্যান্ত মাছ রপ্তানি ৪২ দশমিক ৭১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪১ দশমিক ২০ মিলিয়ন ডলার আয় করেছে, এর মধ্যে চিংড়ি রপ্তানি ৪৭ দশমিক ৩৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩১ দশমিক ২৩ মিলিয়ন ডলারে পৌঁছেছে।

ইঞ্জিনিয়ারিং পণ্যে রপ্তানি আয় ৭৪ দশমিক ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫৮ দশমিক ২৩ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে এবং প্লাস্টিক পণ্যে রপ্তানি আয় হয়েছে ২১ দশমিক ১৬ মিলিয়ন ডলার, যা ৭ দশমিক ৪১ শতাংশ প্রবৃদ্ধি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ