চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হত্যা মামলায় ২৫ বছর ধরে পলাতক থাকা মো. জসিম উদ্দিন অবশেষে র্যাবের হাতে ধরা পড়েছেন।
গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে রাঙ্গুনিয়ার বেতাগী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-৭।
গ্রেপ্তার হওয়া জসিম উদ্দিন রাঙ্গুনিয়ার ডেমীরছড়ি এলাকার জেবর মুল্লুকের ছেলে। তিনি ২০০০ সালে রাঙ্গুনিয়া থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি। দীর্ঘ ২৫ বছর তিনি পলাতক ছিলেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, “গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, জসিম উদ্দিন বেতাগী এলাকায় অবস্থান করছেন।
এরপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।” পরে তাকে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানায়।
জেএন/পিআর