গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় মূল অভিযুক্তসহ এ পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন উপ-কমিশনার রবিউল ইসলাম জানিয়েছেন, রাতে গাজীপুরের ভবানীপুর এলাকা থেকে ফয়সাল ওরফে কে টু মিজান, তার স্ত্রী গোলাপী ও সুমনকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, রাজধানীর উত্তরার তুরাগ এলাকা থেকে আল আমিন, জিএমপি বাসন থানার চান্না মাহবুব স্কুল মোড় থেকে ফয়সাল হাসান এবং ময়মনসিংহের গফরগাও থেকে শাহ জামালকে গ্রেপ্তার করে পুলিশ।
এছাড়া, গাজীপুরের সদর উপজেলার শিববাড়ি এলাকা থেকে স্বাধীন নামে অপর আরেকজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
দৈনিক প্রতিদিন পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার তুহিনকে বৃহস্পতিবার রাতে চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।